Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পইলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উপজেলা চেয়ারম্যান আহমুদুল হকের আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি পৈল ইউপির বারাপৈত গ্রামের প্রান্ত নাগ কর্তৃক কোরবানি নিয়ে করা অবমাননাকর ফেসবুক পোস্ট নিয়ে ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে সৃষ্ট উত্তেজনা নিরসনে এলাকার মুরুব্বীয়ান ও যুব সমাজের এক জরুরী পরামর্শ সভার আয়োজন করা হয়। পৈল ইউনিয়ন পরিষদে আয়োজিত সভায় পৈল গ্রামে আবহমান কাল থেকে চলে আসা হিন্দু, মুসলিম সম্প্রীতির ঐতিহ্যবাহী ধারা অক্ষুন্ন রাখতে সর্বস্থরের জনগনের প্রতি আহবান জানান সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক। সভায় প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক বলেন, কোরবানি নিয়ে প্রান্ত নাগের করা ফেসবুক পোস্টটি মূর্খতার শামিল। এমন অবিবেচক ও উস্কানিমূলক উক্তির তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসীকে ধৈর্য্য ধারনের আহবান জানান। পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন উস্কানিমুলক কাজের মাধ্যমে পৈলের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্ট না করতে পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলেন তিনি। প্রয়োজনে প্রশাসনের সাহায্য নেয়ারও পরামর্শ দেন। হিন্দু কমিউনিটি নেতৃবৃন্দ প্রান্ত নাগের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী এহেন বক্তব্যের তীব্র নিন্দা জানান ও ক্ষমা প্রার্থনা করেন। প্রান্ত নাগের পরিবারের পক্ষ থেকে তাঁর চাচা স্বপন নাগ ক্ষমা প্রার্থনা করে বলেন, যে কোন শাস্তি দিলে আমরা মেনে নিবো। পৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন হাজী মোঃ আম্বর আলী, হাজী মোঃ শাহাবুদ্দিন, শাহজাহান মাস্টার, ইব্রাহিম হাজি, হাজী আইন উল্লাহ, রমিজ আলী, হায়দার আলী, শায়েস্তা মিয়া, ইউপি সদস্য বাবর আলী, শিবেন্দ্র চন্দ্র শিবু ও মোস্তফা জামাল। হিন্দু কমিউনিটি নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি হবিগঞ্জ সদর থানা শাখার সভাপতি শংকর অধিকারী, শিশির বনিক, হেমেন্দ্র ঘোষ, ক্ষিতন পাল, নিরঞ্জন দাশ, সংগ্রাম ভট্টাচার্য্য প্রমুখ।