Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খোয়াই নদীতে নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাই করায় দুই মাঝিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকার খোয়াই নদীতে নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাই করায় দুই মাঝিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার বিকালে সদর উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় লাখাই উপজেলার চন্দপুর গ্রামের মৃত হরেন্দ্র দাশের পুত্র ট্রলারের মাঝি বজেন্দ্র দাশ (৫০) ও বানিয়াচং উপজেলার বরকান্দি গ্রামের মৃত আম্বর আলীর পুত্র মাঝি হাসান আলী (৫৫) কে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়। এর আগে ওই দুই মাঝি অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই করে যাবার সময় স্থানীয় লোকজন সদর থানায় খবর দেন। সদর থানার ওসি ইয়াসিনুল হক ও এসআই সুমন চন্দ্র হাজরার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই মাঝিকে আটক করে ভ্রাম্যমান আদালতকে খবর দেয়া হয়। ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে এসে তাদেরকে জরিমানা করেন। তবে জরিমানার টাকা পরিশোধ করায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। এ ছাড়া নৌকা থেকে মালামাল নামিয়ে মালিকের জিম্মায় দেয়া হয়। পুলিশ জানায়, অভিযান চলবে।