Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ছাত্রশিবির কর্মী সারোয়ারকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু

স্টাফ রিপোর্টার ॥ নাশকতা ও বিস্ফোরক মামলায় ছাত্রশিবির কর্মী সারোয়ার হোসেন (২০) কে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। গত শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা কারাগার থেকে সারোয়ার হোসেনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ সোমবার দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে সারোয়ারকে কারাগারে প্রেরণের কথা রয়েছে।
উল্লেখ্য সম্প্রতি হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার শিবিরের অফিস থেকে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ জেহাদী বই ও বিস্ফোরকসহ সারোয়ান হোসেন ও তাঁর দুই সহযোগিকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করে। তদন্তকারী কর্মকর্তা পার্থরঞ্জন চক্রবর্তী সারোয়ারের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসআই পার্থ জানান, তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে তাঁর সহযোগিদের নাম প্রকাশ করেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।