Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খোয়াই নদীতে নৌকাডুবি নিখোঁজ উমেদনগরের আইনুলের লাশ উদ্ধার ॥ সন্ধান পাওয়া যাচ্ছে না আরো ৬ জনের

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭জনের মধ্যে একজনের মৃতদেহ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার ভাটিতে রতনপুর গ্রাম সংলগ্ন হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহটি হচ্ছে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের নজির মিয়ার ছেলে আইনুল হকের। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মোট ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আরো ৬ জন নিখোঁজ রয়েছে বলে স্বজনরা দাবি করছে।
স্থানীয়রা জানান, আইনুল হকের লাশটি স্রোতের টানে ভাটি এলাকায় গিয়ে রতনপুর গ্রামের কাছে খোয়াই নদীর বাঁধের ভাঙ্গন দিয়ে হাওরে প্রবেশ করে। গতকাল শনিবার সকালে স্থানীয়রা ভাসমান মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত আইনুল হক ধানের চারা নিয়ে শ্বশুর বাড়ি শাহপুর গ্রামের যাচ্ছিলেন বলে জানা গেছে। নিখোঁজ ৬জনের মরদেহও ভাটি এলাকা চলে যেতে পারে বলেও ধারণা করছেন অনেকে। সদর থানার ওসি ইয়াছিনুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পৌর ঘাটলা থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ৪০ বস্তা সিমেন্ট, ১৮ মণ রড ও ৭০ জন যাত্রী নিয়ে বানিয়াচং উপজেলার সুজাতপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। নৌকাটি খোয়াই নদীর রাজিবপুর ডহর নামক স্থানে পৌছে বাকে মোড় ঘুরানোর সময় উল্টে ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতার কেটে নদীর তীরে উঠলেও বৃদ্ধ মহিলা ও শিশুরা পানিতে তলিয়ে নিখোঁজ হয়। রাত ৯টায় স্থানীয় লোকজন ৪ জনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ থাকেন আরও ৭ জন। শুক্রবার নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ৪ সদস্যের একটি ডুবুরি দল বিকেল পর্যন্ত চেষ্টা চালিয়ে কাউকে উদ্ধার করতে পারেনি। বিকেল ৩টায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মনীষ চাকমা।
গতকাল শনিবার সরজমিনে ঘটনাস্থল গিয়ে অনেকের সাথে আলাপ হয়। কয়েক বছর আগেও একই স্থানে নৌকা ডুবে একজনের মৃত্যু হয় বলে জানালেন নোয়াগাঁও গ্রামের হাবিবুর রহমান মিল্টন। স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে, উল্লেখিত পরিমাণ রড এবং সিমেন্টসহ আরো বেশ কিছু মালামাল নৌকার ছাদের উপর রাখা ছিল। ভেতরে ছিলেন যাত্রীরা। ছাদের উপরে অতিরিক্ত মালামাল বোঝাই করার কারনে নৌকাটি ডুবে যায় বলে অনেকেই ধারণা করছেন।