Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খোয়াই নদীতে নৌকাডুবি নিখোঁজ ৭ জনের সন্ধান মেলেনি উদ্ধার কাজ সমাপ্ত

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোজ ৭ জনের সন্ধান গতকাল রাত পর্যন্ত পাওয়া যায়নি। ঢাকা থেকে আসা ডুবুরি দল কয়েক ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করলেও ১বস্তা সিমেন্ট ছাড়া আর কোন কিছুর সন্ধান পায়নি।  গতকাল শুক্রবার সকাল থেকে শুরু করে নিষ্ফল অভিযান বিকেল ৩টার দিকে সমাপ্ত ঘোষণা করা হয়। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মনীষ চাকমা এ কমিটি গঠন করেন।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আবু তাহের জানান, বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পৌর ঘাটলা থেকে যাত্রী নিয়ে সুজাতপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয় একটি ইঞ্জিনচালিত নৌকা। নৌকাটি স্রোতের অনুকূলে দ্রুতগতিতে যাচ্ছিল। এক পর্যায়ে নৌকাটি নদীর লম্বাবাগ পাথরছড়া এলাকায় মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে উল্টে যায়। অধিকাংশ যাত্রী সাঁতার কেটে নদীর তীরে উঠলেও বৃদ্ধ মহিলা ও শিশুরা পানিতে তলিয়ে নিখোঁজ হয়। রাত ৯টায় স্থানীয় লোকজন ৩জনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর থেকে নৌকার মাঝি আইনাল হকেরও কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে গতকাল শুক্রবার ঢাকা থেকে আবুল খায়েরের নেতৃত্বে ৪ সদস্যের একটি ডুবুরি দল হবিগঞ্জ আসে। দুপুরে তারা হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে উদ্ধার অভিযানে নামে। তবে তারা নতুন করে কাউকে উদ্ধার করতে পারেনি।
জেলা প্রশাসক মনীষ চাকমা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-অতিরিক্ত পুলিশ সুপার আসম সামছুল ইসলাম ভূঁইয়া ও সদর উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম। তাদেরকে দ্রুত তদন্ত রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে।