Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের দীঘলবাকে বন্যা দূর্গতদের মাঝে ত্রান বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ বিতরনকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার বলেছেন, মানুষ মানুষের জন্য, হতদরিদ্র মানুষের পাশে বৃত্তবানদের দাড়ানো নৈতিক দায়িত্ব। আমাদের সমাজে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো হতদরিদ্র ও বন্যার্তদের পাশে দাড়ালে দূর্যোগ মোকাবেলায় সরকারে সহায়তা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সমাজের দূর্যোগ মুকাবেলা করতে হবে। তিনি গতকাল শুক্রবার সকালে দীঘলবাক ইউনিয়নের ৬টি ওয়ার্ডে প্রায় দেড় শতাধিক পানিবন্দি হতদরিদ্র মানুষের মধ্যে ব্র্যাক ব্যাংকের সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দীঘলবাক ইউপি চেয়ারম্যান হাজী আবু সাঈদ এওলা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্র্যাক ব্যাংক সিলেট এর রিজিওনাল হেড আব্দুল আজিজ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, এম মুজিবুর রহমান, ব্র্যাক ব্যাংক হবিগঞ্জ এরিয়া ম্যানেজার এস কে আহসান হাবিব, নবীগঞ্জ ব্র্যাঞ্চ ম্যানেজার সৈয়দ মহি উদ্দীন আহম্মেদ, ইউপি সদস্য ফখরুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান, আওয়ামীলীগ নেতা গুলজার হোসেন প্রমুখ। হত দরিদ্র পরিবার গুলোর মধ্যে ৭কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১কেজি পেয়াজ, ১ লিটার ভোজ্য তৈল প্যাকেট করে প্রদান করা হয়।