Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’র লেখক-পাঠকদের ঈদ পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ তরুণ প্রজন্মকে শিক্ষার পাশাপাশি সাহিত্য চর্চায় এগিয়ে আসতে হবে। শিকড়কে কখনো ভুলা যাবেনা । যে জাতি বা সমাজ তাঁর শিকড়কে আঁকড়ে ধরে সে জাতি তত বেশী এগিয়ে যায় । এ ক্ষেত্রে  সৃজনশীল সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’ পৃথিবীর মহাগ্রাম বানিয়াচঙ্গের ইতিহাস-ঐতিহ্য বিশ^দরবারে বিশদভাবে তুলে ধরবে । সমাজ থেকে দাঙ্গা-হাঙ্গামা, মদ-গাঁজা সহ অপরাধমূলক কর্মকান্ড মুলোৎপাঠন এবং সাহিত্যের অমিয় লেখা দিয়ে নতুন প্রজন্মকে জাগিয়ে তুলবে এ আমার বিশ^াস। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনিয়মিত সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’র লেখক-পাঠকদের ঈদ পুনর্মিলনীও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  উপরোক্ত কথাগুলো বলেন বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান । ‘তরঙ্গ’ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি রোটারিয়ান আলহাজ্ব রেজাউল মোহিত খানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি দৈনিক খোয়াই’র সম্পাদক রোটারিয়ান আলহাজ¦ শামীম আহছান ।  তনি বলেন, বানিয়াচং একটি সুবিশাল ও প্রাচীন গ্রাম । এ গ্রাম থেকে অনেক জ্ঞানী-গুণীও  বিশ^বরেণ্য ব্যক্তিবর্গ জন্ম নিয়েছেন । তাঁদের কীর্তি আজ বিশ^ময় স্বীকৃত । তাই এ খে।সক্ষত্রে তরুণ প্রজন্মকে উচ্চ শিক্ষা ও সাহিত্য চর্চায় এগিয়ে আসতে হবে । পত্রিকা চালানো অত্যন্ত দুরূহ ব্যাপার। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’ এগিয়ে যাবে এবং বানিয়াচংকে বিশ^দরবারে ফুটিয়ে তুলবে সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’ । পত্রিকার সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, ৩নং ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, রোজ এনজিও চেয়ারম্যান হারুুর রশিদ চৌধুরী, লেখকও গবেষক আবুসালেহ আহমদ, বানিয়াচং প্রেসকাব সাধারণ সম্পাদক (একাংশ) ইমদাদুল হোসেন খান । এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তরঙ্গ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মখলিছ মিয়া, বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব মতিউর রহমান মতি, ঢাকা বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্র হামিদুল ইসলাম, জাহাঙ্গির নগর বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্র রেদওয়ান আহমদ, লেখক মাওলানা হাদিসুর রহমান, প্রিন্স মির্জা এনামুল হক প্রমুখ । সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ এখলাছুর রহমান ।