Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ বিজিবি ৫৫ ব্যাটলিয়নের অধিগ্রহনকৃত জমির চেক হস্তান্তর

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিজিবি ব্যাটলিয়ন সদরের জন্য অধিগ্রহনকৃত জমির ক্ষতি পুরণের চেক হস্তান্তর প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নুরপুর মৌজার ধুলিয়াখালস্থ এলাকায় ভূমির মালিকদের মধ্যে এ চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার-এর উপ-পরিচালক (্উপ-সচিব) মোঃ সফিউল আলম, বিজিবি ৫৫ ব্যাটলিয়ন কমান্ডার ল্যাঃ কর্নেল আসাদুজ্জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, ভুমি অধিগ্রহন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিজামপুর ইউপি চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, রাজিউড়া ইউপি চেয়ারম্যান শেখ কামাল, এটিএন বাংলার প্রতিনিধি আব্দুল হালিম, এলাকাবাসীর পক্ষে ছালেক মিয়া, মজিদ মিয়া প্রমূখ। এ সময় অতিথিবৃন্দরা বলেন, ২৫ একর ভূমির উপর হবিগঞ্জের বিজিবির ৫৫ ব্যাটলিয়ন-এর ব্যারাক নির্মাণ করা হবে। যার ফলে এলাকার উন্নয়ন সাধিত হবে। বিজিবির সৈনিক ও তাদের পরিবারের জন্য স্কুল-কলেজ স্থাপন করা হবে। পাশাপাশি ওই এলাকায় মনোরম পরিবেশ সৃষ্টির লক্ষে বিভিন্ন ধরণের বনজ ফলজ গাছের চারা রোপন করা হবে। এলাকার ছেলে-মেয়েরা অগ্রাধিকার ভিত্তিতে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। ২৫ একর ভূমির উপর ব্যারাক নির্মাণের ফলে ২৪ হাজার জনগন উপকৃত হবে। অতিথিবৃন্দরা আরো বলেন, জমির মালিকানা ঠিক থাকলে ও কাগজপত্র সঠিক ভাবে উপস্থাপন করা হলে দ্রুত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করা হবে। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করার আহব্বান জানান  অতিথিবৃন্দরা। আলোচনা সভা শেষে ৫ জন ভূমির মালিকের মধ্যে ৩৫ লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়।