Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের মোস্তাক খা’র জামিন শুনানী হয়নি

স্টাফ রিপোর্টার ॥ বিচারক না থাকায় মানি লন্ডারিং মামলায় আলোচিত মোস্তাক খার জামিন শুনানী অনুষ্ঠিত হয়নি। এ ছাড়া রিমান্ডে নেয়ার পর তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানা গেছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহর আদালতে জামিন শুনানী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিচারক না থাকায় আগামী ১৭ সেপ্টেম্বর জামিন শুনানী ধার্য্য হয়। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নুরুল আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি মুক্তিযোদ্ধা সিরাজুল হক চৌধুরী। এদিকে সিআইডি পুলিশ জানায়, মোস্তাকের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার সাথে হবিগঞ্জের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে বলে সে জানায়। তার একাউন্ট থেকে কারা কারা লেনদেন করেছে তাও যাচাই করা হচ্ছে। মোস্তাক আহমেদ খাঁ বানিয়াচং উপজেলার তকবাজখানী মহল্লার মনোয়ার আহমেদ খাঁর ছেলে।
উল্লেখ্য, গ্রেফতার মোস্তাক তুরস্ক থেকে দেশে ফেরার পর জঙ্গি তৎপরতা বৃদ্ধি ও দেশবিরোধী কর্মকান্ড পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করেন। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে তিনি দেশ ও দেশের বাইরে থেকে বিপুল পরিমাণ অর্থ তার নামীয় একাউন্টে লেনদেন করেন। অথচ এসব অর্থের উৎস ও ব্যয়ের সঠিক কোনো তথ্য কারও জানা নেই। গোয়েন্দারা তথ্য পায় তিনি এসব অর্থ দিয়ে বাংলাদেশের জঙ্গি সংঠনগুলোকে সহায়তা করেন। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়।