Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দেউন্দি চা বাগানে শিক্ষা ও দিক নির্দেশনামূলক কর্মশালা অনুষ্টিত

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে প্রতীক থিয়েটারের পক্ষ থেকে ‘শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দিক নির্দেশনামূলক কর্মশালা’র আয়োজন করা হয়। গত ১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে থিয়েটারের নিজস্ব মঞ্চে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের। প্রতীক থিয়েটার সভাপতি সুনীল বিশ্বাসের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাপা’র জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, ডেইলী স্টার সাংবাদিক মিন্টু দেশোয়ারা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী মাস্টার, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নৃপেন পাল, বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক আনিসুজ্জামান রতন, রিপোর্টার্স ক্লাব সভাপতি মোঃ মামুন চৌধুরী, থিয়েটারের উপদেষ্টা গিয়াস উদ্দিন, সহ-সভাপতি আমোদ মাল, সাধারণ সম্পাদক প্রদীপ ব্যানার্জী, আওয়ামীলীগ নেতা সত্যন্দ্র চন্দ্র দেব, মেম্বার লী চরণ বাকতী, কার্তিক বাকতী, কার্তিক সাঁওতাল প্রমুখ। উদ্বোধনের পর থিয়েটার শিল্পীরা মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। পরে অতিথিদেরকে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয় থিয়েটারের পক্ষ থেকে। অতিথিরা স্মারক গ্রহণ করে তাদের মনের অভিব্যক্তি করেন। উক্ত অনুষ্ঠানে আশপাশের নানা বাগানের বাসিন্দা এসে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়। চা শ্রমিক জনগোষ্ঠী বিভিন্ন বাগান বাসিন্দাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানরা দীর্ঘদিন পর একত্রে হয়েছে। একে অপরকে পেয়ে যেন তারা খুশিতে আত্মহারা। বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল পড়ুয়া শিার্থীদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে শুধু গান নয়। ছিল সুনীল বিশ্বাসের নাট্যরূপ ও নির্দেশনায় শিশু নাটক ‘পুজার সাজ’। এরপর প্রতীক থিয়েটারের ৩৯ তম প্রযোজনায় নাটক ‘সুনাগরিকের সন্ধানে’ প্রদর্শিত হয়। আরো ছিল আদিবাসী, সাঁওতালী, অসমীয়া ও মনিপুরী নৃত্যও। সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। এ ধরণের একটি অনুষ্ঠান উপহার দেওয়ায় থিয়েটার সভাপতি সুনীল বিশ্বাসসহ থিয়েটারের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা। সুনীল বিশ্বাসের সার্বিক দায়িত্ব পালনে অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন, ঢাবি’র লোক প্রশাসন বিভাগের মোহন রবিদাস, শাবিপ্রবি’র সমাজকর্ম বিভাগের সুরেশ কৈরী, ইংরেজী বিভাগের মীনা রবিদাস প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবু তাহের বলেন, শতপ্রতিকূলতার মধ্যেও বাগানের সন্তানরা সুশিক্ষা গ্রহণে এগিয়ে যাচ্ছে। আজ বাগানের সন্তানরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। লেখাপড়া শেষ করে তারা দেশ সেবায় এগিয়ে আসবে। তিনি বলেন, চাঁন্দপুর বাগানের প্রবেশদ্বারে স্কুল প্রতিষ্ঠা করেছি। আজ এ স্কুলে শ্রমিক সন্তানরা লেখাপড়া করে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখছে।