Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগেঞ্জ ঐতিহ্যবাহী নৌকা বাইচ আগামী শনিবার

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কয়েক সহ¯্রাধিক দর্শকের সমাগমে আনন্দ উল্লাসের মধ্যদিয়ে নবীগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ছোট সাকোয়া এলাকার শাখা বরাক নদীতে রবিবার বিকেলে ৪ টা থেকে ৭ টা এ প্রতিযোগিতা শুরু হলে ব”ষ্টি শুরু হয়। ফলে প্রতিযোগিতা ¯’গিত করে কমিটি ও নৌকা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আগামী শনিবার ধার্য্য করে অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী।
¯’ানীয়রা জানান, ওই ইউনিয়নের সর্দারপুর ও ছোট সাকুয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত হয় এ নৌকা দৌড় বাইচ প্রতিযোগিতা। রবিবার ছিল ফাইনাল প্রতিযোগিতা। এ প্রতিযোগীতায় অংশ নেয় বিভিন্ন এলাকার ৪‘টি নৌকা। এ প্রতিযোগিতায় প”থক বাইছে ৪ টি নৌকার দৌড় সমান (ড”) হয়। পরে ব”ষ্টির কারনে ফাইনাল বাইচ দেয়া সম্ভব না হওয়ায় আগামী শনিবার নৌকা বাইছের ফাইনাল অনুষ্টিত হবে। প্রতিযোগিতা অনুষ্ঠানের শ”ংখলা বজায় রাখতে নদীতে নৌকা নিয়ে ঘুরে সার্বণিক খোঁজ খবর রাখেন- অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, ¯’ানীয় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, পৌর সভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ,উপজেলা প্রাথমিক শিক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক সুনুক মিয়া, ইউপি যুবলীগের সভাপতি আব্দুল কদ্দুছ সাগর, আব্দুল ওয়াদুদ, আকলুছ মিয়া প্রমুখ। নৌকা বাইচ দেখতে দুপুরের পর থেকেই নদীর পাদদেশে বিভিন্ন এলাকার শিশু-কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ জমায়েত হতে থাকেন। প্রতিযোগিতা শুরুর আগ মুহূর্তে নদীর দু’পাড়ে ঢল নামে হাজারো মানুষের। প্রতিযোগিতায় অংশ নেয়া নৌকার মাঝিরা কখনো একদল আরেক দলকে পেছনে ফেলে আগে ওঠে। আবার পেছনে পড়ে। এ সময় নদীর দু’পাড়ে দাঁড়ানো হাজার হাজার দর্শক¯্রােতা তীব্র করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ যোগিয়ে যান। পরে সমান সমান হওয়ায় প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় আগামী শনিবার ফাইনাল নৌকা বাইচ ( প্রতিযোগিতা) এর দিন ধার্য্য করা হয়েছে। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থাকবেন হবিগঞ্জ জেলা প্রশাসক মহিষ চাকমা। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃব”ন্দ উপ¯ি’ত থাকার কথা রয়েছে।