Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পইল এনাম স্মৃতি সংঘের কুরবানির মাংস বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ পইল এনাম স্মৃতি সংঘের উদ্যোগে প্রায় দেড় হাজার দুঃস্থ মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। তুরস্কের দিয়ানেত ফাউন্ডেশনের অর্থায়নে গত ৪ আগষ্ট সোমবার প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে কুরবানির প্রকল্পটি বাস্তবায়ন করে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এ বাবদ ৩২টি গরু কুরবানি দেয়া হয়। ৪নং পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শহীদ এনাম স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ মঈনুল হক আরিফের সার্বিক তত্বাবধানে প্রকল্প বাস্তবায়নে সহায়তা প্রদান করা হয়। তুর্কী দিয়ানেত ফাউন্ডেশন নানাবিধ প্রকল্পের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে গরীব দুঃখী মানুষের দুর্দশা লাঘবের উদ্যোগ নিয়ে থাকে। পৈলে কুরবানি প্রকল্পটি দিয়ানাত ফাউন্ডেশনের এমনই এক উদ্যোগ। প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে আসেন ফাউন্ডেশনের কর্মকর্তা ইউসুফ ইবরাহিম আলী ও দুই ভলান্টিয়ার এমরুল্লা গুসলো, ইহসান সেতিন ও মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাওলানা গুফরান আহমদ চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক তদারকির দায়িত্বে নিয়োজিত হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক তার বক্তব্যে এই মহতী উদ্যোগের জন্য আগত দেশী বিদেশী অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পৈল ইউপিতে এই মহৎ প্রকল্পটির সফল বাস্তবায়নে সন্তুষ্ট তুর্কী দিয়ানাত ফাউন্ডেশন ও মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ ভবিষ্যতে আরো বড় আকারে কুরবানি প্রজেক্ট বাস্তবায়নের প্রতিশ্র“তি দান করেন।