Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহকালে-গউছ ॥ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের বিকল্প নেই

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। ফলে পছন্দের প্রার্থী নির্বাচিত করতে দেশবাসীর সুযোগ নেই। ভোটাধিকার ফিরে পেতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রয়োজন। আর নির্দলীয় নিরপেক্ষ সরকার ফিরে পেতে হলে আন্দোলনের প্রয়োজন। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের বিকল্প নেই। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার ৭নং নুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন।
নুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফজলূল করিম মেম্বারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমান বেনুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডঃ হাজ্বী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজ্বী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমান, যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, কৃষকদলের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলি সুলতানা, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ তানভির আহমেদ জুয়েল, আ স ম আফজল আলী রুস্তম, কাউন্সিলর সাইদুর রহমান, মোঃ আবু তাহের, সদর উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, পৌর যুবদলের আহবায়ক শফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, কামরুল হাসান কাজল, মিজানুর রহমান সুমন, হাজ্বী মতিউর রহমান মতিন, মোঃ আলী হোসেন, মোঃ কাওসার রহমান, সফিকুল ইসলাম সফিক, এডঃ গুলজার খাঁন, সাইফুল ইসলাম রানা, বিএনপি নেতা মোঃ ইদ্রিছ আলী মাষ্টার, সৈয়দ আজিজুর রহমান আওলিয়া, মোঃ ছলিম মিয়া, মোঃ লাল মিয়া সর্দার, মোঃ আবু বক্কর মেম্বার, আঃ কাইয়ুম ফারুক মেম্বার, মোঃ আরব আলী, মোঃ ধন মিয়া, মোঃ আব্বাস মিয়া, নিজামুল ইসলাম বেলাল, মোঃ ফরিদ মিয়া, মীর আবু তাহের, মোঃ দিদার আলী, মোঃ ইলিয়াছ মিয়া, মোঃ ফারুক মিয়া, কামরুল ইসলাম তালুকদার, আরিফ হোসেন খোকন, জিএমটি কামরুল, আল আমিন সোহাগ, রিজভী আহমেদ রনি, মোঃ রিপন মিয়া, গাজিউর রহমান রানা, মোঃ সেলিম মিয়া, মোঃ ইব্রাহীম আলী, মোঃ শাহজান জিতু, রবিউল আওয়াল লুকুস, পিয়াস আহমেদ সুমন, খায়রুজ্জান সোহেল, মোঃ বেরিষ্টার মিয়া, মোঃ সামছুল হক, মোঃ মোশাঙ্গীর, মোঃ ফজল মিয়া সর্দার, আমিনুর ইসলাম, আরিফুল ইসলাম কিম্মত, মোঃ রুস্তুুম, খোকন তালুকদার, গোলাম সারোয়ার পলাশ, মোঃ মামুন মিয়া, নওশাদ ইমরান বাপ্পি, মোঃ বকুল প্রমুখ।