Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর রোটারী লিটারেসি সেন্টার এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই বয়োজেষ্ঠ্য এবং পথশিশুদের জন্য রোটারী লিটারেসি সেন্টার উদ্বোধন করেছে।
বয়োজেষ্ঠ্য এবং পথশিশুদের শিক্ষা দানের জন্য রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই সান্ধ্যকালীন শিক্ষা ব্যবস্থার আয়োজন করেছে। এতে সার্বিকভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে ১৮নং গোসাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং স্কুলের গর্ভনং বডির নেতৃবৃন্দ।
গতকাল গোসাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই তাদের সান্ধ্যকালীন বিদ্যালয়ের যাত্রা শুরু করে। ক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল বাকী মোঃ ইকবালের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ক্লাব সদস্য এবং সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, গোসাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা বেগম, প্রাক্তন শিক্ষক আয়েশা আক্তার খানম, স্কুল গভর্নিং বডির সহ-সভাপতি বিক্রম কুমার হৃষি, গভনিং বড়ির সভাপতি প্রশান্ত কুমার হৃষি, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের সভাপতি মোঃ শরীফ উল্লাহ, মোঃ সিরাজুল ইসলাম, রোটারী ডিস্ট্রিক ৩২৮২ বাংলাদেশের খোয়াই জোনের জোনাল কো-অর্ডিনেটর শামীম আহসান, ডিস্ট্রিক্ট কমিউনিটি সার্ভিসের চেয়ারম্যান ডাঃ মোঃ জমির আলী, ডেপুটি গর্ভনর ডাঃ এস এস আল আমিন সুমন, ক্লাব সভাপতি সৈয়দ আব্দুল বাকী মোঃ ইকবাল প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও ডেপুটি গভর্নর ডাঃ এস এস আল-আমিন সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারী শাহ জুবায়ের, আনোয়ার হোসেন, আজিজুর রহমান, হাবিবুর রহমান মুরাদ, খন্দকার ফাহাদ বিন মাহমুদ, আমিরুল ইসলাম, নজরুল আলম চৌধুরী, সোহাদ ও স্কুলের শিক্ষক মন্ডলী।
উল্লেখ্য, তখন থেকে এই স্কুলের একটি শ্রেণী কক্ষে সপ্তাহে পাঁচ দিন মোট ৩০ জনকে বিনামূল্যে শিক্ষা কর্মসূচী দান করা হবে। শিক্ষা সামগ্রীর যাবতীয় ব্যয়ভার রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই বহন করবে। শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে বনানী হৃষিকে।