Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার বিরুদ্ধে অভিযোগ দায়ের

প্রেস বিজ্ঞপ্তি ॥ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার বিরুদ্ধে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারিরা অভিযোগ দায়ের করেছেন। গত সোমবার বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ’র কাছে এ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে প্রকাশ, বিগত কয়েক মাস যাবত বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে ঐ শিক্ষা কর্মকর্তা নিয়ম বহির্ভুত ভাবে মনগড়া কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। তাঁর এসব কার্যকলাপে শিক্ষক কর্মচারিরা অতিষ্ঠ। সম্প্রতি অত্র বিদ্যালয়ের আভ্যন্তরীণ বিষয়ে অনেকটা পক্ষপাতিত্বভাবে অন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে উপজেলার শিক্ষক কর্মচারিদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অত্র বিদ্যালয়ের কয়েকজন সদস্যের পক্ষ নিয়ে বিদ্যালয়ের সভাপতিকে হেয়পতিপন্ন করার জন্য সিলেট শিক্ষা বোর্ডে হাজির হয়ে সভাপতির পদ বাতিলের চেষ্টা, সোনালী ব্যাংক বানিয়াচং শাখায় বিধি মোতাবেক পরিচালিত হিসাবটি বন্ধের জন্য ব্যবস্থাপককে মোবাইলে চাপ প্রয়োগসহ আরও বেশকিছু অভিযোগ লিখিতভাবে উত্তাপন করা হয়। অভিযোগের অনুলিপি চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অঞ্চল সিলেট ও হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার এর নিকটও প্রেরণ করা হয়েছে। এ অভিযোগের বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগুলো আনা হয়েছে সেগুলো সঠিক নয়।