Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ২০ প্রার্থীর মনোনয়ন দাখিল আ.লীগের আলমগীর চৌধুরী বিদ্রোহী ২ ॥ বিএনপির একক

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তন্মধ্যে চেয়ারম্যান পদে ৯জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী হয়েছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন-১৯ দলীয় জোটের একক প্রার্থী থানা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, মহাজোট সমর্থিত হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, ক্ষমতাসীন দলের দুই বিদ্র্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান ও বর্তমান (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এবং স্বতন্ত্র হিসাবে প্রবাসী কমিউনিটি লিডার মঈনুল আমিন বুলবুল, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জিহাদী, মিজানুর রহমান চৌধুরী শামীম, বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাই ও আব্দুস শহীদ ওরপে শাহিদ মিয়া।
ভাইস চেয়ারম্যান পদে মহাজোট মনোনীত প্রার্থী আক্তার মিয়া ছোবা, জামায়াত ইসলামী নবীগঞ্জ শাখার সভাপতি মৌলানা আশরাফ আলী, খেলাফত মজলিশের মাওলানা শাহ আলম, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শাহ কামাল আহমদ, শাহ গোলাম মুর্শেদ, রফিক মিয়া, বশির আহমদ চৌধুরী, ছাত্রদল নেতা রায়েছ চৌধুরী ও রঞ্জু দেব। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মহাজোটের দিলারা হোসেন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শিরিন আক্তার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে  নাজমা বেগম। মনোয়নপত্র দাখিলকে ঘিরে গতকাল উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। দুই জোটের প্রার্থীদের সাথে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১৯ দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান শেফুর মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, থানা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আশিক মিয়া, আবুল হোসেন আজাদ, যুগ্ম সম্পাদক মোঃ আমির হোসেন, পৌর জামায়াতের আমীর সাদিকুল হক চৌধুরী, খেলাফত মজলিস নেতা মাওলানা খালিদ সাইফুল্লাহ, বিএনপি নেতা শফিউল আলম বজলু, যুবদল সভাপতি এটিএম সালাম, ছাত্রদল আহবায়ক হারুনুর রশীদসহ জোট নেতৃবৃন্দ।
মহাজোট প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরীর মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন-দশম সংসদ নির্বাচনে জাপার মনোনীত সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্রয়াত সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজী তনয় শাহ নেওয়াজ গাজী মিলাদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সহ-সভাপতি ইজাজুর রহমান, আওয়ামীলীগ নেতা এডভোকেট আবুল ফজল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভী আহমদ খালেদ, ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রমূখ।
২৬ ফেব্র“য়ারী মনোনয়নপত্র বাচাই, ৩ মার্চ প্রত্যাহার এবং ২৩ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন। এদিকে মনোনয়ন দাখিল শেষে দুই জোটের প্রচারণায় সরব হয়ে উঠেছে উপজেলার জনপদ। নির্বাচন নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপি প্রার্থী মনোনয়নে যে চমক দেখিয়েছে আওয়ামীলীগ তা দেখাতে ব্যর্থ হয়েছে। আওয়ামীলীগে ২ বিদ্রোহী প্রার্থী মনোনয়ন দাখিল করায় বিএনপির প্লাস পয়েন্ট বলে মনে করছেন সাধারণ মানুষ। এদিকে দুই জোটের প্রার্থীর পাশাপাশি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাইকেও শক্তিশালী প্রার্থী হিসেবে অনেকে মনে করছেন। একাধিক বার তিনি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন।