Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কোরবানীর ঈদকে সামনে রেখে হবিগঞ্জে মসলার দাম বৃদ্ধি

স্টাফ রিপোর্টার ॥ ঈদুল আযহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে হবিগঞ্জ শহরে মসলার দাম বাড়তে শুরু করেছে।
সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরই কোরবানির ঈদের আগে নিত্য প্রয়োজনীয় মসলার দাম বেড়ে যায়। এবারও চিরাচরিত এ নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। বছরের অন্য সময়ের তুলনায় কোরবানির ঈদে মসলার চাহিদা থাকে বেশি। তাই এ সুযোগকে কাজে লাগিয়ে খুচরো ব্যবসায়ীরাও দাম বাড়িয়ে দেন। অজুহাত হিসেবে তারা বলেন, চাহিদা বেড়ে যাওয়ায় পণ্যের মূল্য বেড়ে গেছে। আমাদের বেশি দামে মাল কিনতে হচ্ছে তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। আবার কোন কোন ব্যবসায়ী বলছেন, বাজেটে মসলা আমদানির শুল্ক বাড়ানোর ফলে দাম বৃদ্ধি পেয়েছে। গতকাল চৌধুরী বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, জিরা ৪০০ টাকা, এলাচি ১ হাজার টাকা, গোল মরিচ ১২শ, কালো মরিচ ৮শ টাকা, লং ১ হাজার টাকা, দারুচিনি ৩শ টাকা করে বিক্রি হচ্ছে।