Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বেসরকারী স্কুল কলেজ মাদ্রাসা জাতীয়করণের দাবীতে নবীগঞ্জে শিক্ষকদের মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম নবীগঞ্জ এর উদ্যোগে জাতীয়করণের একদফা দাবীতে নবীগঞ্জ হীরা মিয়া গার্লস স্কুল হল রুমে উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক ড. সঞ্জিত সেন রায় এর সভাপত্বিতে ও যুগ্ম আহ্বায়ক মোঃ আফজল হোসেন তালুকদার এর পরিচালনায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতীকে শিক্ষিত করার লক্ষ্যে একসাথে ৩৭হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। জাতীর জনকের শাহাদতের এই মাসে উনার পরিবারের সদস্যবৃন্দ সহ সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতিমধ্যে ২৬ হাজার বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় সরকারী করণ করা হয়েছে। দেশের ৯০% ছাত্র/ছাত্রী বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়াশুনা করে জনশক্তিতে রূপান্তরিত হয়ে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ নিমার্ণে ভূমিকা রাখছে। এমতাবস্থায় আমরা আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারী শিক্ষক সমাজের অসহায়ত্ব দুর করার জন্য অতি শিঘ্রই জাতীয়করণ করে শিক্ষক সমাজের মর্যাদা বৃদ্ধি করে ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবেন। এতে  উপস্থিত  ছিলেন মোঃ আলী আক্কাছ মোল্লা, এটিএম বশির আহমদ, মোঃ বদরুল আলম, মোঃ তফাজ্জুল হক, মোঃ আব্দুন নূর, মোঃ হারুন মিয়া, প্রদীপ রঞ্জন দাশ, মোঃ মাহবুবুর রহমান, শরীফ উদ্দন আহমদ, জয়নাল আবেদীন খান, মোঃ আঃ সালাম, বিমল কান্তি দেব, রিয়াজুল করিম, এ.বি.এম মখলিছুর রহমার, মাকছুদুর রহমান, নেপাল চন্দ্র দাশ, ইকবাল বাহার তালুকদার, হিরেন্দ্র সুত্রধর, আলতাফ উদ্দিন, কানু মনি সরকার, আল-আমিন, প্রতীমা রানী বণিক, মোঃ জসিম উদ্দিন, আঃ মন্নান ভূইয়া, আঃ মালেক, আবু ইউসুুফ, আশরাফুল আলম, মোঃ আজগর আলী প্রমুখ।