Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে বিএনপির একক প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যার দিকে বড়বাজার পঞ্চরাস্তার মোড়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মনজুর উদ্দিন শাহীন ও শেখ বশির আহমদ এর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
গতকাল কেন্দ্রীয় নেতা ডা. সাখাওয়াত হাসান জীবনের কামালখানিস্থ বাস ভবনে দলীয় সভায় বিএনপির এক প্রার্থী ঘোষণা করা হয়। সভায় চেয়ারম্যান পদে বিএনপি নেতা শেখ বশির আহমদ, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সেক্রেটারি ফরহাদ হোসেন বকুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি মহিলা দলের সভানেত্রী তানিয়া খানমকে দলের একক প্রার্থী ঘোষণা দেন ডাঃ সাখাওয়াত হাসান জীবন। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকে দলীয় মনোনয়ন বঞ্চিত করার প্রতিবাদে উপজেলা বিএনপির সভাপতি মনজুর উদ্দিন আহমদ শাহীনের সমর্থকরা সভার ঘোষণা প্রত্যাখ্যান করে সভাস্থল ত্যাগ করেন। পরে উত্তেজিত সমর্থকরা বড়বাজার এসে বিক্ষোভ মিছিল করেছে। অপরদিকে শেখ বশির আহমদ সমর্থকরা পাল্টা মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাজারের ব্যবসায়ীরা আতংকিত হয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। পথচারীরা দিকদ্বিক ছোটাছুটি করতে থাকেন। পরে দলের সিনিয়র নেতারা পরিস্থিতি সামাল দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।