Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ও ঢাকা রিজেন্সির যৌথ উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ লায়ন্স ক্লাব হবিগঞ্জ ও ঢাকা রিজেন্সির যৌথ উদ্দ্যেগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বানিয়াচং উপজেলার কালারডুবা নামক স্থানে। গতকাল শুক্রবার বিকাল ৪ঘটিকায় লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন এডভোকেট এস এম আলী আজগর এর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মোঃ জালাল উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাস্ট ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন শফিকুল আযম ভুইয়া সুয়েব। উপস্থিত ছিলেন রিজিউন চেয়ারপারসন হেড কোয়াটার লায়ন জাহাঙ্গীর হোসেন দুলাল, লায়ন শরিফ আলী খান, লায়ন্স ক্লাব অব ঢাকা রিজেন্সির প্রেসিডেন্ট লায়ন এডভোকেট আকরামুজ্জামান, রিজিউন চেয়ারপারসন লায়ন আবুল কাশেম বাবু, ডিষ্ট্রিক্ট গর্ভনর প্রটোকল লায়ন হারুনুর রশিদ বাবুল, ভাইস প্রেসিডেন্ট লায়ন ওমর ফারুক, সেক্রেটারী লায়ন খালেদ কায়সার, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন জয়া জাহান চৌধুরী, মেম্বার লায়ন কাজী মিজানুর রহমান তুহিন, লায়ন আফজাল সর্দার, লায়ন নিলুফা ইয়াছমিন নিলয়, লায়ন রেখা শরিফ, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সোনিয়া, লিও আশরাফুল ইসলাম সিজান এবং আমিরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ ওয়াহিদুর রহমান ও শায়েস্তানগর মসজিদ কমিটির সেক্রেটারী মোঃ ওয়াহিদুর রহমান উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ মনসুর রশীদ কাজল, পাস্ট প্রেসিডেন্ট লায়ন এডভোকেট এস এম বজলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিক মিয়া, লায়ন মোঃ লিটন মিয়া, ডিরেক্টর লায়ন মো: দেওয়ান মিয়া, লায়ন মো: হিরাজ মিয়া, লায়ন গাজী মোঃ মিজবাহ উদ্দিন, চার্টার মেম্বার লায়ন মো:আব্দুল আহাদ, লায়ন মোঃ আব্দুর রহমান, লায়ন মীর এ কে এম জামিলুন্নবী, মেম্বার লায়ন এম এ মুমিন চৌধুরী বুলবুল, লায়ন ইঞ্জিনিয়ার মো: জয়নাল উদ্দিন খান, লায়ন এডভোকেট অর্জুন চন্দ্র রায়, লায়ন মোঃ মামুনুর রশিদ, লায়ন সাব্বির আহমেদ, লায়ন মোঃ আসাদুজ্জামান, লায়ন কাজী মহিবুর রহমান ও লায়ন এ কে এম মঈন উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার বার সর্দার মোঃ সোনা মিয়া, জেলা মানবাদিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন আহমেদ, চেম্বার অব কমার্সের পরিচালক জনাব মফিজুর রহমান বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী মঈন উদ্দিন খান ও ফরহাদ হোসেন টিটু প্রমুখ।