Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিদ্যুৎ বিহীন নবীগঞ্জ ক্ষুব্ধ নাগরিক সমাজ

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ গত দু’দিন ধরে বিদ্যুৎ বিহীন নবীগঞ্জ বাসী তীব্র ক্ষুব্ধ হয়ে উঠেছেন। অন্ধকারে শহর ও শহরতলীর আশপাশ এলাকাসহ উপজেলার সর্বত্র ভুতুরে পরিবেশের সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। অসহনীয় গরমে অতিষ্ট পৌর নগরবাসী। প্রশাসন, জনপ্রতিনিধি কারো যেন মাথা ব্যথা নেই। এ ব্যাপারে ডিজিএম এর সাথে একাধিকবার ফোন দিয়ে জানার চেষ্টা করলেও ফোন রিসিভ হয়নি। কোন কোন সময় দুর্ভাগ্য বশত পাওয়া গেলেও গতানুগতিক বক্তব্য, লাইনে সমস্যা, সমাধানে চেষ্টা চলছে। এ অবস্থা চলতে থাকলে হয়তো জনগণ অধিকার আদায়ে মাঠে নামতে বাধ্য হবে।
প্রকাশ, বুধবার রাত সাড়ে ১১ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত টানা ১০ ঘন্টা বিদ্যুৎ ছিল না। গতকাল বৃহস্পতিবার দিনের বেলা আসা-যাওয়ার ফাকে  ২/৩ ঘন্টা বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পান গ্রাহকরা। আবার সন্ধ্যায় যে গেল আসলো রাত ১১ টায়। এতে সন্ধ্যার পর থেকে পুরো নবীগঞ্জ ছিল অন্ধকারে নিমজ্জিত। ভুতোরে নগরী। এছাড়া বর্তমান ডিজিএম আব্দুল বারী নবীগঞ্জে যোগদানের পর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতি না হলেও বিদ্যুৎ বিলিং সিস্টেমে আমুল পরির্তন এনেছেন। তিনি আসার পর প্রতিমাসের বিদ্যুৎ বিলে বকেয়া বিল সংযোগ করে একত্রে বিল দিচ্ছেন। অনেক গ্রাহক জানিয়েছেন, বিল ব্যাংকে জমা দেয়ার পরও পরবর্তী মাসের বিলের সাথে আবার পরিশোধিত মাসের বিল সংযোগ করে দেয়া হয়। ফলে গ্রাহকগণ অফিসে ধর্ণা দিয়ে বিল সংশোধন করে আনতে হয়।