Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে বানিয়াচং উপজেলার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন।
অভিযানে আইন লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মিষ্টির মধ্যে মাছি থাকা এবং রাস্তার পাশে ঢাকনাবিহীন খাদ্যপণ্য বিক্রির  দায়ে অবকাশ রেষ্টুরেন্টকে ১,৫০০ টাকা, খাদ্যপণ্যের প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য না থাকার দায়ে মদিনা সুইটকে ৩,০০০ টাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য তালিকা না থাকার কারণে সোয়েব ব্রাদার্সকে ১,০০০ টাকা ও  মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে উজ্জল ফার্মেসীকে ২,০০০ টাকাসহ মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সহযোগীতায় ছিলেন জেলা বাজার কর্মকর্তা ইকবাল আশরাফ খান।