Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং সংঘর্ষের ঘটনায় নিহত শানুর জানাযার নামাজে হাজারো মানুষের ঢল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বাড়ির সীমানা দেয়াকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত শানুর এর জানাযার নামাজে হাজারো মানুষের ঢল। নারকীয় এ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন জনপ্রতিনিধিসহ সাধারণ জনতা। গতকাল বিকাল ৬টায় স্থানীয় জাতুকর্নপাড়া ঈদগাহ মাঠে নিহত শানুর এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান, উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, ওসি মোজাম্মেল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, চেয়ারম্যান হাবিবুর রহমান, চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আব্দাল হোসেন খান, ভাইস প্রিন্সিপাল মাওঃ মুখলিছুর রহমান, বিএসডি মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মোবাশ্বির আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সহ¯্রাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।
জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খানসহ উপস্থিত নেতৃবৃন্দ হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ আগষ্ট ঠাকুরাইন দীঘির পূর্বপাড়ের আইয়ুব আলী ও সাগর দীঘির পূর্বপাড়ের বাসিন্দা এজাবত উল্লাহর মেয়ে সুহেনার সাথে একটি বাড়ির সীমানা নির্ধারনের জন্য সুহেনার পক্ষে বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মেম্বার মোজাহিদ, সাহেদ, ধন মিয়া, আব্দুছ ছালাম, শাহানুর ওরফে শানু মিয়াসহ কয়েকজন জনপ্রতিনিধি সেখানে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে আইয়ুব আলীর গংরা সীমানা নির্ধারনে বাধা দেয়। এ নিয়ে ঘটনার এক পর্যায়ে একপক্ষ জনপ্রতিনিধিদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এদের মধ্যে শাহানুরকে গুরুতর আহত অবস্থায় সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শানুর মিয়ার মৃত্যু হয়।