Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে এক রমনী রাতের লঞ্চে নষ্টামী চালিয়ে যাচ্ছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ ভৈরব-মার্কুলি ভায়া আজমিরীগঞ্জ নৌ-রুটে রাতের বিরতিহীন লঞ্চে চলছে এক মহিলার অসামাজিক কার্যকলাপ। লঞ্চ কর্মচারীরাও তার যন্ত্রণায় অতিষ্ট।
জানা যায়, ওই নৌ-রুটে দীর্ঘদিন ধরে চলছে বিরতিহীন লঞ্চ। এটি বানিয়াচংয়ের মার্কুলি বাজার থেকে রাত ৯ টায় ছেড়ে রাত সাড়ে ১১ টার দিকে আজমিরীগঞ্জ হয়ে পরদিন সকাল ৮ টার দিকে ভৈরব বন্দরে নোঙ্গর করে। ওই বিরতিহীন রাতের লঞ্চে আনসার সদস্যের পাশাপাশি নৌ-পুলিশও নিরাপত্তার দায়িত্ব পালন করেন। ওই বিরতিহীন লঞ্চে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার কাকাইলছেওয়ের সৌলরী গ্রামের (৩৫) বছর বয়সী এক মহিলাকে আটক করে লঞ্চের কর্মচারীরা। ওইদিন বিকালে কাকাইলছেও বাজারে সালিশে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এ ধরণের কাজে লিপ্ত হবে না বলে অঙ্গীকার করে ওই মহিলা।
কিন্তু পরদিন শনিবার রাতে ওই মহিলা আবারও লঞ্চে উঠে। লঞ্চটি গত রবিবার বিকালে কাকাইলছেও জেটিতে লঞ্চটি নোঙ্গর করলে ওই মহিলার সাথে লঞ্চ কর্মচারীদের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে কাকাইলছেও নৌ-ফাঁড়ির জনৈক কনস্টেবল ওই মহিলার পক্ষ নেন। লঞ্চ কর্মচারীরা জানায়, ওই কনস্টেবলের আসকারায় ওই মহিলা লঞ্চে অসামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।