Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাংবাদিক সম্মেলনে অভিযোগ প্রকৃত মৎসজীবীদেরকে পুরান ও চৌধুরী বাজার মাছ হাটায় মাছ বিক্রি করতে বাধা

স্টাফ রিপোর্র্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার ও পুরান বাজার মাছ হাটায় বেশ কয়েকজন মৎসজীবীকে মাছ বিক্রি করতে বাধা দেয়া হচ্ছে। গতকাল হবিগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেছেন বাধাপ্রাপ্তরা। প্রান্তিক মৎসজীবীদের পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন উমেদনগর গ্রামের ছুরাব আলী ওরফে মাষ্টর মিয়া। তিনি বলেন-আমরা প্রান্তিক মৎসজীবীদের পক্ষে। আর দুই বাজারের গডফাদার একই এলাকার নুরুল ইসলাম। নুরুল ইসলামের দাবী সাধারণ মৎসজীবীদের কাছ থেকে আমরা কোনো মাছ ক্রয় করে ক্রেতাদের কাছে বিক্রি করতে পারব না। তারা চাচ্ছে শায়েস্তানগরসহ বড় বড় আড়তদারদের কাছ থেকে আমাদেরকে মাছ ক্রয় করতে হবে। যদি আমরা খেটে খাওয়া মৎসজীবীদের কাছ থেকে মাছ ক্রয় করতে না পারি তাহলে গ্রামের মৎসজীবীরা যাবে কোথায়? আর শহরের ক্রেতারা সুস্বাধু বহু জাতের মাছ সুলভ মূল্যে পাবে কোথায়? ছুরাব মিয়া বলেন- আমাদেরকে বাজার থেকে উচ্ছেদ করতে নুরুল ইসলাম ও তার সহযোগিরা মিথ্যার আশ্রয় নিচ্ছে। তারা ১৭ বছর আগের কথিত ঘটনা দেখিয়ে আমাদের ১২ জনের বিরুদ্ধে আড়াই কোটি টাকা চাদা আদায়ের মামলা করেছে। সুনির্দিষ্ট দিন তারিখ নাই এমন একটি মামলা পুলিশ এফআইআর করেছে, আমাদেরকে গ্রেফতারেরও চেষ্টা করেছে। আমরা আদালত থেকে জামিন লাভ করার পর নুরুল ইসলাম, আওয়াল মিয়াসহ তাদের সহযোগিরা আমাদের দুইজন আসামী মেঘা মিয়া ও ইছাক মিয়াকে প্রাণে হত্যার চেষ্টা করেছে। জানমালের ভয়ে গত ১৫/২০দিন যাবত তারা মাছ বিক্রি করতে পারছে না জানিয়ে ছুরাব মিয়া বলেন- এ অবস্থা চলতে থাকলে তাদেরকে না খেয়ে থাকতে হবে। শহরে মাছের দাম বেড়ে যাবে কয়েকগুন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মকসুদ আলী ময়না মিয়া জালাল মিয়া, মজিদ মিয়া, টেনু মিয়া, লুৎফুর মিয়া, ফুল মিয়া, মেঘা মিয়া, জিয়ারত আলী, কদ্দুছ মিয়া, ইছাক মিয়া প্রমুখ।