Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান প্রধান অতিথি হিসাবে আন্দিউড়া ইউনিয়নের হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজামান, ইউপি চেয়াররম্যান আলহাজ্ব আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন কেন্দ্র পরিদর্শন করেন। ১ম দিন ৫৯৬ জন নারী-পুরুষ নতুন ভোটার হিসাবে নিবন্ধিত হন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৭৩১০জন নতুন ভোটার হওয়ার জন্য ফরম পূরন করেন।
এছাড়া ৫২৯০ জনের তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারীরা বাড়ী বাড়ী গেলে তাদের পাওয়া যায়নি। তবে কার্যক্রম চলাকালীন সময়ে তারা কেন্দ্রে উপস্থিত হলে ভোটার হওয়ার জন্য নিবন্ধিত হতে পারবেন। এ কার্যক্রম ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কার্যক্রম চলবে। যারা বাদ পড়বেন তারা ১৩ সেপ্টেম্বর উপজেলা পরিষদ হলরুমে নিবন্ধিত হওয়ার সুযোগ রয়েছে। এ কার্যক্রমকে সফল করার জন্য ৫ জন ডাটা এন্ট্রি অপারেটর, ১জন টিম লিডার ও ১ জন ডাটা এন্ট্রি হেলপার মাঠ পর্যায়ে কাজ করছেন। এছাড়া মাঠ পর্যায়ে কাজে কোন প্রকার ভুল ত্রুটি সংশোধনের জন্য উপজেলা সার্ভার স্টেশনে ২ জন প্র“ফ রিডার কাজ করছেন। হালনাগাদ কার্যক্রমে টেকনিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করছেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম। বর্তমানে মাধবপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯ হাজার ১শ ১৪জন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফল করতে উপজেলা নির্বাচন কর্মকর্তা  সকলের সহযোগিতা চেয়েছেন।