Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দেউন্দি চা বাগানে মনসা দেবীর পূজা অনুষ্টিত

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো মনসা দেবীর পূজা। পূজা দিতে মন্দিরে দেবী ভক্ত শত শত হিন্দু নারীর ঢল নামে। স্থানীয় বাগানের হিন্দু নারী ও পুরুষের  তত্ত্বাবধায়নে দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত  উৎসবমূখর পরিবেশে এই পূজা অনুষ্ঠিত হয়। সাপের দেবী ‘মা মসনা’র কৃপা কামনা করে এই দেউন্দি চা বাগানে এই পূজা অনুষ্ঠিত হয়। শুক্রবারে পূজা শেষে সাপের দেবী ‘মা মনসা প্রতিমা‘কে নিয়ে চা বাগানে বের হয় শোভাযাত্রা। পরে ব্রজানন্দ মন্দিরের বটতলা পুকুরে মনসা প্রতিমা বিসর্জন দেন ভক্তরা। পূজা দিতে আসা হিন্দু নারীরা জানান, মা মনসার স্বপ্নের আহবানে সাড়া দিয়ে তারা এই পূজা করছেন। মনসা পূজা দেখতে  সনাতন ধর্মালম্বী শতশত ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।