Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকার মামলা

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা যৌন হয়রানীর অভিযোগ এনে তার সহকর্মী শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্য়াতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। বুধবার ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা এ মামলাটি দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়-শিক্ষিকা ২০১০ সালের ৪ নভেম্বর বদলী সূত্রে ওই বিদ্যালয়ে যোগদান করে। যোগদানের পর থেকে সহকারি শিক্ষক হাবিবুর রহমানের কুনজর পড়ে ওই শিক্ষিকার উপর। ফলে সুযোগ পেলেই হাবিব ওই শিক্ষিকাকে ঠাট্রা-মশকারাসহ বিভিন্নভাবে উত্যক্ত করার চেষ্টা করেন। বিষয়টি প্রধান শিক্ষক ও এসএমসির সভাপতিকে জানালে হাবিবুর রহমান ভবিষ্যতে এধরণের আচরণ করবে না বলে মৌখিক ভাবে প্রতিশ্র“তি দেন। কিন্তু হাবিবুর রহমান প্রতিশ্র“তি দিলেও ভেতরে ভেতরে আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। গত ১৩ আগষ্ট টিফিনের সময় সকল শিক্ষক মধ্যাহ্ন ভোজে চলে যান। কিন্তু শিক্ষিকা বিদ্যালয়ের শিশু শ্রেনী কক্ষে পরীক্ষার খাতা দেখছিলেন। এ সময় হাবিবুর রহমান চুপিসারে এসে পিছন থেকে শিক্ষিকাকে ঝাপটে ধরে যৌননিপীড়ন শুরু করে। এতে শিক্ষিকার চিৎকারে প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে এসে হাবিবুর রহমানের কবল থেকে তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান-চিৎকার শুনে আমি গিয়ে ওই শিক্ষিকাকে উদ্ধার এবং ঘটনাটি এস.এম.সির সভাপতিসহ গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করি। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করি।