Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা জজশীপ ও আইনজীবী সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা জজশীপ ও জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট সকালে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ। জেলা জজশীপের নায়েব নাজির এম জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে বক্তৃতা করেন নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোলায়মান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান তালুকদার, পাবলিক প্রসিকিউটর মো. সিরাজুল হক চৌধুরী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ, ভিপিজিপি আব্দুল মোছাব্বির বকুল, বিশেষ পিপি আবুল হাসেম মোল্লা মাসুম, এডঃ সুবির রায়, এডঃ হুমায়ূন কবির সৈকত, এডঃ হাজী নজরুল ইসলাম, এডঃ শামীম, এডঃ নজরুল ইসলাম খান প্রমূখ।
বক্তারা বলেন, স্বাধীন বিচার ব্যবস্থার স্থপতি শেখ মুজিবুর রহমান এ দেশের বিচার ব্যবস্থা ও সাধারণ মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করে গেছেন। তার জন্ম না হলে বাংলাদেশ নামের এ রাষ্ট্রের উদ্ভব হতোনা। সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।