Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে মামুন হত্যাকাণ্ড ৭ আসামী কারাগারে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের মামুন হত্যা মামলার ৭ আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ৭ আসামী হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করেন। শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ৭ আসামী হলেন, কেউন্দা গ্রামের আঃ নূর ওরফে কনা মিয়ার পুত্র রাহিদ মিয়া (৪৫), মৃত টকা মিয়ার পুত্র রফিক মিয়া (৩২), লাল মিয়া (৪২), কিজির মিয়া (৩৭), কাপুড়িয়া গ্রামের মৃত ছুরত আলীর পুত্র আক্কাছ মিয়া (৪০) ও কেউন্দা গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র মনজু মিয়া (৩৩)।
চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের মীর নূর মোহাম্মদ (সিরাজ মিয়া) এর ছেলে মামুন মিয়া (১৬) ২১ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে বেরিয়ে শাকির মোহাম্মদ বাজারে বাজার করতে গিয়ে আর ফিরে আসেনি। ২৪ জুলাই সোমবার সকাল ৮ টার দিকে একই গ্রামের ছুরুক মিয়ার পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মামুন মিয়ার পিতা নূর মোহাম্মদ (সিরাজ মিয়া) ঐ দিন রাতেই ১৬ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে আসামীরা পলাতক ছিল।