Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে বাড়ীর সীমানা নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষ বাড়ীঘরে হামলা ভাংচুর, লুটপাট ॥ মহিলাসহ আটক ৭

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে বাড়ীর সীমানা দেয়াকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে জনপ্রতিনিধিসহ আহত হয়েছে প্রায় ২০ জন। তন্মধ্যে গুরুতর আহত ২জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ঠাকুরাইন দীঘির পূর্বপাড়ে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরাইন দীঘির পূর্ব পাড়ের বাসিন্দা আয়ূব আলী ও সাগরদীঘীর পূর্বপাড়ের বাসিন্দা এজাবত উল্বার মেয়ে সুহেনার সাথে দীর্ঘদিন ধরে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি সোহেনার এক ভাইয়ের ক্যান্সারের চিকিৎসা করার জন্য টাকার প্রয়োজন হলে সুহেনা তার বাড়ীর অংশ বিক্রি করার সিদ্ধান্ত নেয়। গতকাল কয়েকজন জনপ্রতিনিধিসহ বেশ ক’জন লোক ওই বাড়ীর সীমানা নির্ধারণ করতে গেলে আয়ূব আলী গংরা এতে বাধা দেয়। এক পর্যায়ে আয়ূব আলীগংদের লোকজন উত্তেজিত হয়ে মোজাহিদ মেম্বার, ধন মিয়া মেম্বার, সাহেদ মেম্বার, আব্দু ছালাম মেম্বার সহ আরো বেশ ক’জনের উপর চড়াও হয়ে তাদের বেধড়ক মারপিট করে। এদের মধ্যে গুরুতর আহত জাতুকর্নপাড়া গ্রামের আব্দুল মালিক এর ছেলে শাহানুর মিয়া (৩৫) ও জাতুকর্নপাড়া গ্রামের চান্দের মহল্লা এলাকার সাহেদ মেম্বার (৩৪) কে আশংকাজনক অবস্থায় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে গ্রামে গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আয়ূব আলী গংদের দাবী জাতুকর্ন চান্দের মহল্লার লোকজন তাদের পুরুষশুন্য বাড়ীঘরে অতর্কিত হামলা চালিয়ে প্রায় ১০টি বাড়ী ভাংচুর করেছে। এসময় তাদের বাড়ী ঘরে ব্যাপক লুটপাট করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলেও তারা সাংবাদিকদের নিকট অভিযোগ করনে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মহিলাসহ ৭জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো, মিনারা বেগম (৪৫), হাসিনা বেগম (২৫), সাবাজ মিয়া (৫), কামরুল হাসান (৩৫), নুরুল আমীন (২৮), জাহের আলী (৪০)। এদিকে সংঘর্ষ পরবর্তী ঘটনা এড়াতে এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর সার্কেল) শৈলেন চাকমা, ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ, ওসি মোজাম্মেল হক, ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।