Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শোক দিবস পালন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক প্রাক-প্রাথমিক কেন্দ্রের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে জাতিরজনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। গন্ধ্যা মিল্লিক মাদ্রাসা প্রাঙ্গনে ইসলামিক ফাউন্ডেশন নবীগঞ্জ উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওঃ সুলাইমান আহমদের সভাপতিত্বে এবং মাওঃ আব্দুল বাছির এর পরিচালনায় অনুষ্টিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমসিটি মোঃ আফজল হোসেন, মাওঃ ইয়াকুত আহমদ, মাওঃ আবু মুছা, মাওঃ নাঈম উদ্দিন, মাওঃ সিরাজুল ইসলাম, সমাজ সেবক হাজী আলা উদ্দিন, নুরুজ্জামান ফারুকী, মাওঃ আমিন উদ্দিন, মাওঃ আব্দুল আউয়াল প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় প্যানেল মেয়র এটিএম সালাম বলেছেন, বঙ্গবন্ধুই দেশে ইসলামিক ফাউন্ডেশনের প্রবক্তা। যার মাধ্যমে প্রতিটি এলাকায় মসজিদ ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন সোনা বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে এক বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া নবীগঞ্জ আইডিয়াল মহিলা কলেজের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে র‌্যালী, কুইজ প্রতিযোগীতা, কবিতা পাঠ, বঙ্গবন্ধুর ভাষন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
অপর দিকে নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।