Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চাঁদাবাজীসহ বিভিন্ন অনিয়মের কারণে প্রতিবাদে ফুসে উঠেছে শহরের পুরান বাজার ও চৌধুরী বাজারের মাছ ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার ॥ চাঁদাবাজীসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ফুসে উঠেছে হবিগঞ্জ শহরের পুরান বাজার ও চৌধুরী বাজারের মাছ ব্যবসায়ীবৃন্দ। এ ঘটনায় জড়িত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ব্যবসায়ীগন। গতকাল রাত পুরান বাজার ও চৌধুরী বাজারের মাছ ব্যবসায়ীরা এক প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। প্রতিবাদ সভায় ব্যবসায়ীরা বলেন-দুটি বাজারে সাধারণ ব্যবসায়ীরা শান্তিপূর্ণ ভাবে মাছ বিক্রি করে আসছিলেন। কিন্তু সুরাব আলী মাস্টারকে সভাপতি করে মেগা মিয়া, শামীম মিয়া, ময়না মিয়া, টেুন মিয়াসহ ১২ জন সদস্যদের একটি ভূয়া বাজার কমিটি গঠন করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজী করে আসছেন। তারা দোকান দেওয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা চাঁদা আদায় করছেন। কোন দরিদ্র ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চাঁদা দিতে না পারলে তারা তাদের বাজারে মাছ বিক্রি করতে দিচ্ছেন না। এতে দরিদ্র মাছ ব্যবসায়ীরা পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। এছাড়াও তারা হাওর থেকে সরাসরি মাছ এনে পাইকারী বিক্রি করেন। এতে খুচরা মাছ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তারা নিয়মিত বাজার উন্নয়নের নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উত্তোলন করলেও বাজারের কোন উন্নয়ন হচ্ছে না। বাজারের রাস্তায় কাঁদা জমে থাকে। যার কারণে ক্রেতা আসতে পারেন না। ড্রেনগুলোতে ময়না আবর্জনার স্তুুপ সৃষ্টি হয়েছে। প্রতিবাদ সভায় ব্যবসায়ী খেলু মিয়া বলেন-ভুয়া বাজার কমিটির সদস্য মকসুদ আলী তার দোকানে মাছ ক্রয় করতে আসলে তার সাথে মাছের দাম নিয়ে কথাকাটা কাটি হয়। পরবর্তীতে মকসুদ আলী উত্তেজিত হয়ে তার লোকজন নিয়ে খেলু মিয়ার দোকান রাতের আধারে ভেঙ্গে দেন। পরের দিন তার দোকানটি একই বাজারের ব্যবসায়ী আক্কাছ আলীর কাছে ১০ হাজার টাকা দিয়ে বিক্রি করে দেন মকসুদ আলী। পরের দিন তিনি এ বিষয়টি পৌর কাউন্সিলর আবুল হাসিমকে অবগত করেন। আবুল হাসিম তার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে দোকানটি মকসুদ আলী কাছে তাকে ফিরিয়ে এনে খেলু মিয়াকে সমজে দেন। অপর দিকে বলেন-আক্কাছ আলীর তার কাছ থেকে মকসুদ আলী ১০ হাজার টাকার নিয়েছিল। কিন্তু তিনি তাকে ৮ হাজার টাকা ফেরত দিয়ে ২ হাজার টাকা আত্মসাত করেন। ব্যবসায়ী কিম্মত আলী জানান, চৌধুরী বাজার রাত ৯টা পর্যন্ত মাছ বিক্রি করা নির্ধারিত। রাত ৯টার পর ব্যবসায়ীরা মেইন রোডে মাছ বিক্রি করেন। কিন্তু তিনি ৯টার কিছু আগে মেইন রোডে মাছ বিক্রি করায় মকসুদ মিয়া, সুরাব আলী মাস্টার, ময়না মিয়া তাকে ১ হাজার টাকা জরিমানা করেন এবং ২০ বার কান ধরে উঠবস করান। এছাড়াও রুহুল আমিন ও মুছা মিয়া জানান, মাস্টার, ময়না মিয়া, টেনু মিয়া ও ফুল মিয়া তাদের কাছ থেকে দোকান দেওয়ার নামে সাড়ে ৫ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, তারা মাছ বাজারের জায়গা সুটকী ও পান সিগারেটের দোকানদারসহ অন্যান্য ব্যবসায়ীদের কাছে টাকা দিয়ে বিক্রি করে দিয়েছেন। দুটি বাজারে জায়গা সংকট থাকার কারণে অনেক মাছ ব্যবসায়ীরা রাস্তার মাঝে বসে মাছ বিক্রি করছেন। প্রতিবাদ সভায় গতকাল দৈনিক প্রতিদিনের বাণী, দৈনিক খোয়াইসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সুরাব আলী মাস্টারের প্রতিবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন-সুরাব আলী মাস্টারের প্রতিবাদে উল্লেখ সকল তথ্যই ভূয়া। তিনি শাক দিয়ে মাছ ডাকা চেষ্ঠা করছেন। বক্তারা সুরাব আলী মাস্টার গংদের বিরুদ্ধে ব্যবসায়ী নুরুল ইসলামের দায়েরকৃত মামলাটি এফআইআর ভুক্ত করার জন্য দাবি জানানো হয়। ব্যবসায়ী আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন ধলাই মিয়া-১ স্বাধীন মিয়া, সেলিম মিয়া, ধলাই মিয়া-২, তৈয়ব আলী, নুরুল ইসলাম, কদ্দুছ মিয়া, খোরশেদ মিয়া, রাহাত মিয়া, শফিক মিয়া, হবিব মিয়া, জুয়েল মিয়া, মুজিবুর রহমান, তাজুল ইসলাম প্রমূখ।