Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানের পানি বিপদ সীমার ২শ’ সেন্টিমিটার উপরে ॥ আবারও উত্তাল খোয়াই

স্টাফ রিপোর্টার ॥ ফুঁসে উঠেছে খোয়াই। ভারত নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানির বিপদ সীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খোয়াই নদীর হবিগঞ্জ শহর রক্ষা বাঁধের দুর্বল স্থানগুলোর প্রতি এলাকাবাসী ও পানিউন্নয়ন বোর্ড সতর্ক দৃষ্টি রাখছেন। পানি বৃদ্ধিতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল সকাল থেকে শহরে মাইকিং করা হয়েছে। টানা বর্ষণ ও ভারত নেমে আসা পানিতে শুক্রবার রাত ১০টার পর থেকে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। গতকাল শনিবার বেলা সাড়ে ৫টায় খোয়াই নদীর পানি বিপদ সীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রবেশদ্বার খোয়াই নদীর বাল্লা সীমান্ত এলাকায় পানি কমতে শুরু করেছে।