Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে ট্রাক্টর উল্টে চালক মোহন নিহত

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে ট্রাক্টর উল্টে মোহন মিয়া (২৫) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের জিলু মিয়ার পুত্র। গতকাল শনিবার দুপুরে মোহন মিয়া ট্রাক্টর নিয়ে পার্শ্ববর্তী জমিতে হালচাষ করতে যায়। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মোহন মিয়া ট্রাক্টরের নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।