Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৌর যুবলীগের আলোচনা ও মিলাদ মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ। সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ-এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুকুল আচার্য্য, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি আকবর হোসেন জিতু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, পৌর যুবলীগের সহ-সভাপতি এডঃ এনামুল হক এনাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব রনি, ইকবাল হোসেন খান, আবু সুফিয়ান, প্রচার সম্পাদক দিলুয়ার খান, ত্রাণ বিষয়ক সম্পাদক জুয়েল রহমান। এতে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি শওকত আকবর সোহেল, হাজী শামছু, প্রচার সম্পাদক আব্দুল হেকিম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বিপুল রায়, জেলা যুবলীগ নেতা রিংকু আচার্যী, শাহ আলম সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান, যুবলীগ নেতা আলম মিয়া, সবুজ মিয়া, জাহির মিয়া, শহিদুর আলম চৌধুরী মহিন, এনামুল হক শাহিন, সেলিম মিয়া, নিজাম উদ্দিন শরীফ জনি, আলমগীর, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সেবুল আহমেদ, সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম, বানিয়াচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, পৌর যুবলীগের সম্পাদক এম এ মামুন, সজল খান, শাওন, আবুল কাশেম রুবেল, জিতু মিয়া, রাহুল দাশ, তাজুল ইসলাম, জসিম আহমেদ, শিমুল আহমেদ, সুজাত, ফুয়াদ, পারভেজ, রাজীব, আব্দুল আহাদ রাজু, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, রাজীব দাশ, নাসিম, নাসির, লিটন, সায়েম, আজিম প্রমূখ। এতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, ৭নং ওয়ার্ড পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সকল খুনিরা এখনও ফাসির কাঠগড়ায় উঠে নাই তাদেরকে ধরে এনে ফাঁসির রায় কার্যকরের ব্যবস্থা করে বাঙ্গালী জাতীকে কলঙ্ক মুক্ত করার দাবী জানান।