Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাতছড়িতে ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি মাহবুব আলী

রায়হান আহমেদ, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি জাতীয় উদ্যানের চড়ার উপর ৩৩ চেইনেজ ৫৪ মিটার আর.সি.সি গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে উদ্যানের মাঠে চা-শ্রমিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক ও পাইকপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জামান শামীমের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুর রশিদ কাজলের পরিচালানায় এতে প্রধান অতিথি ছিলেন, অ্যাডঃ মাহবুব আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন-চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, যুগ্ম-সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক সজল দাস, ওয়াহেদ আলী মাষ্টার, পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মহালদার, এমপি’র ব্যক্তিগত সহকারী মোছাব্বির হোসেন বেলাল, উপজেলা প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, মহিলা আওয়ামীলীগের সভাপতি আবিদা খাতুন, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম কবির, ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত চৌধুরী,্ উপজেলা মাদ্রাসার শিক্ষক সমিতির সেক্রেটারী মাসুক মিয়া মাষ্টার, জেলা যুবলীগ সদস্য সুজন চৌধুরী, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহাজাহান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, আওয়ামীলীগ নেতা ওয়াহিদ মেম্বার, পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক শেখ দেলোয়ার, পৌর শ্রমিকলীগের সভাপতি আমির হোসেন, উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেন পলাশ, মাজেদুল ইসলাম লুবন ও লিজন, উপজেলা চেয়ারম্যান সিএ ওয়াহিদুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সুহেল আরমান, যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রুবেল, ইফতেখারুল আলম রিপন, বিল্লাল মিয়া, সায়েম তালুকদার, মোঃ সাদেক আহমেদ, জাহাঙ্গীর তরফদার, আশিকুর রহমান আশিক, ছাদেক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন-সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন। এতে বক্তব্য রাখেন-পঞ্চায়েত সভাপতি রবিন তাঁতী, উপমা তাঁতী, কৃষ্ণ তাতী, আদিবাসী হেডম্যান চিত্তরঞ্জন দেব বর্মা, শ্যামল ভৌমিক, মন্টু তাতী।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইউডি) ২কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে উক্ত ব্রীজটি নির্মাণ করা হবে।