Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মাদক ও পতিতাবৃত্তি ॥ নিয়ন্ত্রণে এগিয়ে আসতে হবে সচেতনমহলকে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শহরসহ গ্রামাঞ্চলে মাদকের বিস্তৃতি ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায়ই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলেও লাগাম টেনে ধরতে পারছেনা। যত দিন যাচ্ছে ততই মাদকাশক্তের সংখ্যা বাড়ছে। আর এতে করে বাড়ছে চুরিসহ বিভিন্ন অপরাধ প্রবণতা। এছাড়া সাম্প্রতিককালে নবীগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় নতুন মাত্রায় যোগ হয়েছে পতিতাবৃত্তি। নানা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নবীগঞ্জ শহরসহ শহরতলীর চৌশতপুর এবং আশপাশের কয়েকটি গ্রামে মাদক ব্যবসা চলে আসছে। এছাড়া দিনারপুর পাহাড়ি এলাকা, পানিউমদা এবং ইনাতগঞ্জ এলাকায় মাদকের আস্তানা গড়ে উঠেছে। অনেক ধনীর দুলালও এ ব্যবসায় জড়িয়ে পড়েছে। পুলিশ মাঝে মধ্যে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলেও মূল হোতারা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থাকছে। এ কারণেই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বলে সচেতন মহল মনে করছেন। এদিকে পতিতাবৃত্তি বেড়ে যাওয়ায় সামাজিক অবক্ষয় ঘটছে। নবীগঞ্জ শহরের ওসমানী সড়কের একটি কলোনীতে এবং বাংলাবাজারে তিনটি স্পটে গড়ে উঠেছে মিনি পতিতালয়। এ সব পতিতালয়ে বাহির থেকে পতিতা সংগ্রহ করে দিবারাত্রি খদ্দের রেখে ব্যবসা চালানো হচ্ছে। তাদের ভয়ে কেউ মুখ খোলতে সাহস পায় না। ওই সব স্থানে টাকার লেনদেন নিয়ে খদ্দের এবং পতিতাদের মধ্যে ঝগড়া বিবাদের ঘটনাও ঘটছে বলে শুনা যাচ্ছে। এসব নিয়ন্ত্রণ করতে না পারলে দিন দিন সামজিক অবক্ষয় বেড়ে যাবে বলে অভিমত স্থানীয় এলাকাবাসীর।