Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ঋণ প্রদানকালে এমপি কেয়া চৌধুরী ॥ নারীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়নের নন্দনপুর এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা’র জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে পরিবার ভিত্তিক দুস্থ নারীদের জীবনমান উন্নয়নে ঋণ প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী এ ঋণের টাকা নারীদের হাতে তুলে দেন।
উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন- জননেত্রী শেখ হাসিনা সরকার তৃণমূল মানুষের কল্যাণে কাজ করছে। যার প্রমাণ দেশজুড়ে ব্যাপক উন্নয়ন। এ জন্যই জনগণ বার বার আওয়ামী লীগ সরকারকে  ভোট দিয়ে নির্বাচিত করছে। চলমান উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিতে সবার প্রতি তিনি আহবান জানান।
তিনি বলেন- বিশেষ করে এ সরকার অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন- আমি জননেত্রীর প্রতিনিধি হিসেবে বিভিন্ন সময়ে নবীগঞ্জ-বাহুবলের স্থানে স্থানে গিয়ে অসহায় নারীদেরকে স্বাবলম্বি করতে, তাদের হাতে ঋণের টাকাসহ আর্থিকভাবে সহায়তা প্রদান করছি।
তার সাথে সেলাই মেশিনসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে দিচ্ছি। তিনি বলেন- এখানে অসহায় নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে ঋণ প্রদান করতে এসেছি। তারা ঋণের টাকা নিয়ে বাড়ী বাড়ী কর্মসংস্থান গড়ে তুলে নিজেদেরকে স্বাবলম্বি করবে। তিনি বলেন- জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আমাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করেছেন।
সভায় বক্তব্য রাখেন বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফুল মিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সফিক মিয়া, যুবলীগ নেতা জুয়েল প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে আওয়ামী পরিবারের নেতাকর্মী, ব্যবসায়ী, তৃণমূলের শত শত লোকজন অংশগ্রহণ করেন।