Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে বিয়ে বাড়িতে হিজড়াদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ গেইট-সাজসজ্জা তছনছ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় চাঁদা না দেয়ায় বিয়ের বাড়ির গেইট ভাংচুর করেছে একদল হিজড়া। এ নিয়ে ওই এলাকার লোকজনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে হিজড়ারা সদর থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সংঘর্ষে হিজড়াসহ ৫ জন আহত হয়। এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। সূত্র জানায়, আজ বৃহস্পতিবার ওই এলাকার গুনই গ্রামের বাসিন্দা মাসুদ কোরেশী মক্কীর বিয়ে নবীগঞ্জের ঘোলডুবা গ্রামে। বিয়ে উপলক্ষে বাড়িঘরে সাজসজ্জা করা হয়। খবর পেয়ে গতকাল বুধবার সকাল ১০টায় হিজড়া সমিতির নেতা সুজানা, মেঘনা, কাকলীসহ ১০/১৫ জনের একদল হিজড়া ওই বাড়িতে যায়। তারা সেখানে প্রবেশ করে মাসুদ কোরেশী মক্কীর নিকট ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তখন মাসুদ কোরেশীর এক আত্মীয় প্রথমে ২ হাজার টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করে। পরে সুজানার দল না মানায় ৪ হাজার টাকা দেয়া হয়। কিন্তু এরা ২০ হাজার টাকার দাবিতেই অনড় থাকে। সে জানায়, দাবিকৃত টাকা না দিলে বিয়ে ভন্ডুল করে দিবে। এ নিয়ে দুই পক্ষের মাঝে বাকবিতন্ডার এক পর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। তখন বিক্ষুব্দ হিজড়ারা বিয়ে বাড়িতে ভাংচুর চালায় এবং গেইটসহ লাইটিংয়ের তার তছনছ করে ফেলে। পরে এলাকাবাসি তাদেরকে ধাওয়া করলে চলে আসে। দুপুর ১১টার দিকে হিজাড়রা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে সদর ওসি ইয়াছিনুল হক থানায় এসে বিচারের আশ্বাস দিয়ে তাদের শান্ত করেন। এ ব্যাপারে সুজানা সাংবাদিকদের জানান, বিয়ে বাড়িতে যাবার পর ২০ হাজার টাকা দাবি করি। কিন্তু তারা টাকা না দিয়ে তাদেরকে মারধোর করে।
এ ব্যাপারে মাসুদ কোরেশী জানান, হিজড়ার দল জোরজবরদস্তি করে বিয়ে বাড়ি ভাংচুর করেছে এবং শরীরের কাপড় খোলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ৪ হাজার টাকা দেয়ার পরও তারা শান্ত হয়নি। পরে এলাকাবাসি এসে ধাওয়া দিলে তারা পালিয়ে আসে।