Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গ্রেফতারকৃত মোস্তাক খাঁর রিমান্ড আবেদন শুনানীর তারিখ নির্ধারণ

স্টাফ রিপোর্টার ॥ অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আটক মোস্তাক খাঁর ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানী অনুষ্ঠিত হয়েছে। তবে পুর্ণাঙ্গ শুনানীর জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলায়মানের আদালতে রিমান্ড আবেদন জানানো হয়। ইসলামি ব্যাংকে মোস্তাক খাঁর একাউন্টে প্রায় ২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন সিআইডির নজরে আসে। এতে নজরদারীতে রাখা হয় মোস্তাককে। দীর্ঘ নজরদারীর পর সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট মোস্তাক খাকে গত সোমবার বানিয়াচং থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মানি লন্ডারিং আইনে একটি মামলা দায়ের করে সিআইডি।
এদিকে মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগস্থ সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, ২০১৪ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মোস্তাকের বিভিন্ন একাউন্টে তুরস্ক থেকে ১ কোটি ৮৬ লাখ টাকা আসে।