Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে সেলিম আল দীনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

বাহুবল প্রতিনিধি ॥ নাট্য জগতে জ্যোতিষ্কময় নাট্যচার্য সেলিম আল দীন এর জন্মতিথি উপলক্ষে বাহুবলে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা গতকাল বুধবার উপজেলার মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিতব্য চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৮টি স্কুলে দুই শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেলুর রহমান। এসময় তিনি সেলিম আদ দীনের ছবি খাতার নিচে রেখে নকল করার দায়ে ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। গ্র“পে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করেছেন হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেলুর রহমান, আলিফ সোবহান চৌধুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, প্রভাষক ছাদিকুর রহমান, প্রভাষক আব্দুল হাই ভূইয়া।
এ ছাড়াও উপস্থিত ছিলেন আইজ্যাক ফাউান্ডেশনের জেনারেল সেক্রেটারী আব্দুল কাদির চৌধুরী বাবুল, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব, মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের ডাইরেক্টর শাহিন মিয়া।
চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি বাংলাদেশ গ্রাম থিয়েটারের ভোরের আলো শিশু সংগঠনের সৌজন্যে অনুষ্টিত হয়। এতে উপজেলা সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন সিদ্দিকুর রহমান মাসুম। প্রতিযোগিতায় সার্বিক তত্বাবধান ও পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. তাজুল ইসলাম।