Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাউরিয়াকান্দি গ্রামের ৩ টমটম চালককে হিয়ালা ষ্ট্যান্ডে মারধোর

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হিয়ালা বাসষ্ট্যান্ডে কাউরিয়াকান্দি গ্রামের ৩ টমটম চালককে মারধোর করেছে ইমা চালকরা। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় টমটম চালক সমিতি ধর্মঘটের ডাক দিয়েছে। জানা যায়, গাড়ীতে যাত্রী উঠা নিয়ে কাউরিয়াকান্দি গ্রামের টমটম চালক হাজী ফুল মিয়া (২৯) এর সাথে ইমা সমিতির ম্যানেজার জাকির হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমা শ্রমিকরা তাকে মারধোর শুরু করে। এ সময় ওই গ্রামের টমটম চালক মোঃ মানিক মিয়া (২৪) ও মোঃ সোহেল মিয়া (৩০) এগিয়ে আসলে তাদেরকেও মারধোর করা হয় এবং তাদের টমটম ভাংচুর করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় টমটম সমিতি সন্ধ্যায় আলম বাজারে এক প্রতিবাদ সভা করে। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আশিক মিয়া, টমটম সমিতির সাধারণ সম্পাদক কাবিল হোসেন, ক্যাশিয়ার আব্দুল আলী, লাইন সেক্রেটারী নজির মিয়া, জাহাঙ্গীর আলম প্রমূখ। সভায় আজ থেকে হবিগঞ্জ-সুজাতপুর সড়কে টমটম শ্রমিকরা সুষ্টু বিচার না পাওয়া পর্যন্ত ধর্মঘট ঘোষণা করেন। পরে বিষয়টি মাইকিং করে এলাকায় প্রচার করা হয়। এ নিয়ে টমটম শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।