Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্কুল ছাত্রকে গাছে বেঁধে পিটিয়ে স্বীকারোক্তি আদায় করা দৃশ্য ইন্টারনেটে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী খুর্শিদ হাইস্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির এক ছাত্রকে স্কুল থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁেধ পিটিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে একদল বখাটে যুবক। এ ঘটনায় নির্যাতিত স্কুল ছাত্রের মা নুরনাহার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সোমবার রাতে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণপুর গ্রামের আশ্রব আলীর ছেলে চৌমুহনী খুর্শিদ হাইস্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র আব্দুল কাইয়ুমকে গত ২৭ জুলাই মনতলা কমলপুর গ্রামের সুবেল মিয়া (২০), রাব্বি (১৯), জনি (১৯), রবিন (২০) ও মোবারক (১৮) নামে ৫ যুবক কৌশলে বিদ্যালয় থেকে তুলে নিয়ে মনতলা তেমুনীয়া এলাকায় একটি কবরস্থানে গাছের সঙ্গে বেঁধে বেদড়ক মারপিট করে। এক পর্যায়ে সে দুর্বল হয়ে পড়লে বখাটে যুবকরা কাইয়ুমকে শর্ত দেয় মিথ্যা ঘটনার স্বীকারোক্তি দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। মারপিটে মরে যাবার ভয়ে কাইয়ুম তাদের শেখানো কথার স্বীকারোক্তি দেয়। তারা এ সময় কৌশলে মারপিটের দৃশ্য ও তার স্বীকারোক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে পরে ইন্টারনেটে ছেড়ে দেয়। স্কুল ছাত্রের মা নুরনাহার বেগম জানান, এ ঘটনা ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর জানাজানি হলে তিনি দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে উল্লেখিতদের নামে মামলা করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন জানান, এ ধরণের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।