Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাকাইলছেওয়ে হাতুঁড়ে ডাক্তারের অপারেশনে গৃহবধূ মৃত্যু পথযাত্রী

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও বাজারে হাতুঁড়ে ডাক্তার আলমগীর মিয়ার ভুল অপারেশনে রগ কেটেঁ গৃহবধূ সিলেট ওসমানী মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
জানা যায়, গত সোমবার সকাল ১১টায় কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামের সাহেদ আলী তাঁর স্ত্রী মোছাঃ সমলা খাতুনের (৩৮) ডান হাতের নিচে স্তনের পাশে একটি টিউমার চিকিৎসার জন্য কাকাইলছেও বাজারে রিয়াদ ফার্মেসীর হাতুঁড়ে ডাক্তার আলমগীর মিয়ার কাছে যান। এ সময় হাতুঁড়ে ডাক্তার আলমগীর মিয়া রোগীনির স্বামীকে বলেন আমি টিউমার অপারেশন করতে পারব তবে ২৫শ টাকা লাগবে। অন্য জায়গায় অপারেশন করতে আপনার অনেক টাকা খরচ হবে বললে রোগীনি সমলা খাতুনের স্বামী অল্প টাকায় অপারেশন করাতে রাজি হয়। ডাক্তার আলমগীর মিয়া তার রিয়াদ ফার্মেসীতে সমলা খাতুনের টিউমার অপারেশন করতে স্তনের পাশের রগ কেটেঁ ফেলে। এ সময় রোগীনি সমলার প্রচুর রক্তকরণ হলে তাকে সাথে সাথে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সমলা খাতুনের অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার করেন। খোজঁ নিয়ে জানা যায় রিয়াদ ফার্মেসীর হাতুঁড়ে ডাক্তার আলমগীরের কোন বৈধ লাইসেন্স ও কাগজপত্র নেই। দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে এ কার্যক্রম করে আসছে।