Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র‌্যালী শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর নেতৃত্বে র‌্যালীতে অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন প্রমুখ। র‌্যালী শেষে অতিথিবৃন্দ মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন। উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি মেলা ও আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ফলদ বৃক্ষ মেলা চলবে ৮ থেকে ১০ আগষ্ট পর্যন্ত।
এদিকে র‌্যালী ও ষ্টল পরিদর্শন শেষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার এ কে এম মাকসুদুল আলম, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী। অনুষ্ঠান উপস্থপনা করেন অলক কুমার চন্দ্র। পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।