Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গুলিবিদ্ধ মুক্তিযোদ্ধা ইদ্দিছ উল্লাহ’র নাম নেই তালিকায়!

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করলেও মুক্তিযোদ্ধার তালিকায় নাম নেই নবীগঞ্জের ইদ্দিছ উল্লাহ’র। যুদ্ধ শুরু হলে তিনি ৬নং সেক্টরে যুদ্ধে অংশগ্রহন করেন। যুদ্ধ চলাকালিন সময় তিনি পাক হানাদার বাহিনীর গুলিতে আঘাত প্রাপ্ত হন। ইদ্রিছ উল্লাহ নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের পরকুল গ্রামের মৃত জলিল উল্লাহ’র পুত্র। দেশ স্বাধীন হবার পর ইদ্দিছ উল্লাহকে যুদ্ধে অংশগ্রহণ করে বিশেষ অবদানের জন্য তৎকালিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী’র স্বাক্ষরকৃত স্বাধীনতা সংগ্রামের সনদ পত্র প্রদান করা হয়। কিন্তু মুক্তিযোদ্ধাদের তালিকায় ইদ্দিছ উল্লাহ’র নাম নেই।
ইদ্রিছ উল্লাহ’র সাথে আলাপকালে জানান, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন। এবিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নবীগঞ্জ উপজেলা শাখার কমান্ডার নূর উদ্দীন (বীরপ্রতিক) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অনলাইনে যারা আবেদন করেছিলেন তাদের যাচাই বাচাই প্রক্রিয়া শেষে চুড়ান্ত তালিকা পাঠানো হয়েছে। পরবর্তীতে আবার সুযোগ দেয়া হলে ইদ্রিছ উল্লাহ প্রকৃত মুক্তিযোদ্ধা হলে থাকেন আমাদের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।