Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের বড়সড়ক গ্রামে বাঘের মুখ থেকে সন্তানকে ফিরিয়ে আনলেন এক মা

স্টাফ রিপোর্টার ॥ শয্যাশায়ী মায়ের পাশ থেকে নিয়ে যাওয়া শিশুকে বাঘের মুখ থেকে ফিরিয়ে আনলেন এক মা। পরে আহত শিশু ছফিনা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বানিয়াচং উপজেলার বড়সড়ক গ্রামের আজিজুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, গত শনিবার রাতে আজিজুর রহমানের স্ত্রী লাইলী আক্তার তাঁর ৭ মাসের কন্যা ছফিনা খাতুনকে নিয়ে অন্যান্য দিনের মতো কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোঁরে কোন এক সময় ছফিনাকে মায়ের পাশ থেকে নিয়ে যায় একটি মেছোবাঘ। কিছুই ঠের পাননি লাইলীসহ তার পরিবারের লোকজন।
পরে বাঘের কামড়ে শিশুর কান্নাকাটি শুরু করলে কান্নার শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠেন মা লাইলীসহ স্বজনরা। তারা ঘরের বাইরে গিয়ে দেখতে পান তাদের আদরের ছফিনা বাঘের মুখে। বাঘ তাকে মুখে নিয়ে পালিয়ে যাচ্ছে। এ সময় পরিবারের লোকজন বাঘটিকে ধাওয়া করে। বাঘ লোকজনের ধাওয়া খেয়ে ছফিনাকে রেখে পালিয়ে যায়। এদিকে বাঘের নখের আছরে শিশু ছফিনা গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় রবিবার সকালে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।