Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কালেঙ্গা বিট অফিসারের অভিযানে রিজাভে অবৈধ ফার্নিচার দোকানসহ চোরাই কাঠ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ রেঞ্জ-২ চুনারুঘাটের কালেঙ্গা বিট কর্মকর্তা হেলাল উদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, মনির আহমদ ও আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বারসহ এলাকাবাসীর সহযোগিতায় গতকাল রবিবার সকালে কালেঙ্গা বিট এলাকার রিজার্ভে গড়ে উঠা অবৈধ ফার্ণিচার দোকান, বসত ঘরসহ চোরাই কাঠ উদ্ধার করেছে বিট কর্তৃপক্ষ। বিট কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত কালেঙ্গা রিজার্ভ এলাকার তালতলা শিবিরসহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অবৈধ ফার্নিচার কারখানা ও চোরা কারবারীদের বসতঘর। চোরাকারবারীরা প্রতিনিয়ত কালেঙ্গা বিটের বিভিন্ন স্থান থেকে একাশি, মেনজিয়াম গাছ কেটে করাতকল থেকে গাছ ছিড়াই করে ফার্নিচার তৈরি করে দেশের বিভিন্ন স্থানে পাচার করছিল। এলাকাবাসীর সহযোগিতায় অবৈধ কারখানা ও অবৈধ বাড়ী উচ্ছেদ করা হয়। এ সময় ৪১ টুকরা একাশি গোল কাঠ সহ মিস্ত্রীর সরঞ্জামাদী আটক করা হয়। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা আব্দুল গফুর বলেন, দীর্ঘদিন যাবত এক শ্রেণীর বন কর্মকর্তাদের যোগসাজসে ওই অবৈধ ফার্নিচার কারখানা এবং বসত ঘর গড়ে তুলে অসাধু বনদস্যু কাঠ ব্যবসায়ীরা।