Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত করে আড়াই লাখ ছিনতাই ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেম্বার মোঃ রইছ উল্লাকে ছুরিকাঘাত করে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামীরা হলেন, সদর ইউনিয়নের তেলিউত্তা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র জাহিদ মিয়া (২০) ও ইউনুছ উল্লার পুত্র রাজিব মিয়া (২২)। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ আগষ্ট  সকাল অনুমান ১১ টার দিকে রইছ উল্লা মেম্বার তার নিজ বাড়ি তেলিউত্তা  গ্রাম থেকে বের হয়ে মোটর সাইকেলযোগে তার ঠিকাদারী কাজে চুনারুঘাট আসার পথে পশ্চিম বড়াইল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে আসা মাত্রই একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্রশস্ত্রের মুখে মোটরসাইকেল পথরোধ করে রইছ উল্লাকে ছুরিকাঘাত করে তার সাথে থাকা আড়াই লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় রইছ উল্লা মেম্বারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও ছিনতাইকারীদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছেন।